দিল্লি হিংসার ঘটনায় সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদবের নাম দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। বিরোধী রাজনীতিকেরা তো বটেই, প্রাক্তন পুলিশকর্তা থেকে শিক্ষাবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ব্যাপক সমালোচনা করা হয়েছে দিল্লী পুলিশের। এ নিয়ে এবার সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমও। তিনি বলেন, এঁদের নাম ঢুকিয়ে অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে দিল্লী পুলিশ। লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবে কংগ্রেস। গতকাল থেকেই দিল্লি পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে তোলপাড় গোটা দেশ। বিরোধীদের প্রশ্ন ছিল, বিজেপি নেতা কপিল মিশ্রের উস্কানিমূলক বয়ানের পরে সংঘর্ষ শুরু হয়। কপিলের নামে একাধিক অভিযোগ জমা পড়লেও, শাসক দলের নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টে বিরোধী রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক আন্দোলনকারীদের এই সুযোগে মামলায় জড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে পুলিশ তথা বকলমে বিজেপি। আজ চিদম্বরমের টুইট, ‘সীতারাম ইয়েচুরি-সহ অন্য সামাজিক আন্দোলনকারীদের নাম নিয়ে অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে দিল্লী পুলিশ।’