দেশ

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভয়ের কোনও কারণ নেই জানাল কেন্দ্র

 ফের দেশজুড়ে থাবা বসাবে করোনা ! বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা দেখে আতঙ্ক দানা বেঁধেছিল দেশবাসীর মনে ৷ তবে, ভয়ের কোনও কারণ নেই ৷ দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ উচ্চপর্যায়ের বৈঠকের পর সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ হংকং ও সিঙ্গাপুরের কোভিড পরিস্থিতি দেখে সম্প্রতি দিল্লিতে একটি বৈঠক করেন চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ৷ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস (ডিজিএইচএস)-এর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেন্ট্রার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি), ইমার্জেন্সি মেডিক্যাল রিলিফ (ইএমআর), ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল (ডিএমসি), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বিশেষজ্ঞরা এবং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলির চিকিৎসকরা ৷ বৈঠকের পর এক শীর্ষ আধিকারিক ইটিভি ভারতকে জানান, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সমস্ত দিক যাচাই করে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র ২৫৭ জন ৷ দেশের মোট জনসংখ্যার বিচারে এই সংখ্যাটি খুবই নগণ্য ৷ আক্রান্তদের কাউকে হাসপাতালেও ভর্তি করতে হয়নি ৷ এই মুহূর্তে দেশের একাধিক মানুষ কোভিড-১৯ ছাড়াও শ্বাসযন্ত্রের ভাইরাল সমস্যা নিয়ে ভুগছেন ৷ এই অসুখের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে দেশে ৷ ফলে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানান শীর্ষ আধিকারিক ৷ তিনি আরও বলেন, “সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৷ পরিস্থিতি বুঝে ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷” ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইমার্জেন্সি মেডিসিন (আইএফইএম)-এর ক্লিনিক্যাল প্র্যাকটিস কমিটির চেয়ারম্যান ডাঃ তমোরিশ কোলে ইটিভি ভারতকে জানান, ওমিক্রন জেএম-1 স্ট্রেইনের কারণে হংকংয়ে কোভিড পরিস্থিতি ফের মাথাচাড়া দিয়েছে ৷ সিঙ্গাপুরে এই ভ্যারিয়েন্টের কারণেই করোনা দেখা দিয়েছে ৷ প্রতিটি ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ তবে, ভারতে এই নিয়ে ভয়ের কোনও কারণ নেই ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে ৷ এখনও পর্যন্ত যে কয়েকজনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তাদের কাউকে হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন হয়নি ৷