আজ, শুক্রবার ফের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি চাকরিপ্রার্থীদের অনুরোধেই এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে । এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন চাকরি প্রার্থীরা ৷ সম্প্রতি ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেখানে বসেই তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেছিলেন । এরপরই গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন কুণাল। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, নিয়োগ নিয়ে তাঁরা আশার আলো দেখছেন । সেদিনই ফের একটি বৈঠকে বসার কথা ঠিক হয়েছিল ।


