কলকাতা থেকে বাগডোগরা গামী বিমানে যান্ত্রিক ত্রুটি। মাঝ আকাশে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মাঝ আকাশ থেকে ফিরে আসে বিমান। একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পাইলট, ক্রু মেম্বার সহ যাত্রীরা। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। আর তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিমান বিভ্রাটে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্ত। জানা যায়, যে বিমানে তাঁরা বাগডোগরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে দমদম বিমানবন্দরের এটিসি’র সঙ্গে যোগাযোগ করা হয়। এবং জরুরি অবতরণ করা হয়। কোনও সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, অন্য বিমানে তাঁদের উত্তরবঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদিও এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক নেই। ফলে সন্ধ্যায় সেখানে পৌঁছানো সম্ভব কিনা সেই বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপদেই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন বলে খবর। ঠিক আছেন রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। তবে সত্যিই কি ধোঁয়া বের হয় না কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে বিমানটিকে পরীক্ষা করে দেখছেন।