বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চ থেকে কর্মীসভার মধ্য দিয়ে নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অহীন্দ্র মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ভবানীপুর কেন্দ্রে নির্বাচিত হয়েও তার জন্য ইস্তফা দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। তাই খড়দহ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন শোভন দেব চট্টোপাধ্যায় । চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বর মাসের মধ্যে খড়দহতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আগাম জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহ কেন্দ্রে পরপর দু’বার নির্বাচিত হন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিনি অসুস্থ থাকায় ওই কেন্দ্রে তৃণমূল কাজল সিনহাকে প্রার্থী করে। বিধানসভার ফলাফল প্রকাশ হওয়ার আগেই করনাতে আক্রান্ত হয়ে কাজল সিনহার মৃত্যু হয়। বিধানসভার ফলাফল প্রকাশ হলে দেখা যায় কাজল সিনহা জয়ী হয়েছেন। তাই ওই কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শোভন দেব চট্টোপাধ্যায় খড়দহ কেন্দ্রে যাতায়াত শুরু করে দিয়েছেন। একাধিক কর্মী সভায় তাকে উপস্থিত হতে দেখা গিয়েছে। মন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শোভন দেব চট্টোপাধ্যায়।