বিনোদন

৪০-এ পড়লেন আবীর, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার প্লাবন

আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়-এর জন্মদিন। দেখতে দেখতে ৪০টা বসন্ত পার করে ফেলেছেন অভিনেতা। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অসংখ্য তারকা। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নেটদুনিয়ার দেওয়াল। আবীর চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, অনুপম রায়, সোহিনী সরকার, দর্শনা বনিক, পার্ণো মিত্র, স্বস্তিকা মুখার্জি, ইমন চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, বনি সেনগুপ্ত, মৈনাক ভৌমিক, শিবাশিস সরকার। প্রত্যেককে ধন্যবাদ জানাতেও ভোলেননি আবীর।