দুই ক্লাবের গন্ডগোলের জেরে খুন হলেন বিজেপি বুথ সম্পাদক । তুফানগঞ্জ নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । মৃত বিজেপি নেতার নাম কালাচাঁদ কর্মকার । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কালীপুজো নিয়ে দুই ক্লাবের গন্ডগোলের জেরেই খুন হতে হল বিজেপির ওই বুথ সম্পাদককে। ঘটনাটি ঘটেছে আজ, বুধবার সকালে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার চামটা এলাকার কর্মকার পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিস। মৃত নেতার পরিবার এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই কমল বর্মণ নামক এক ব্যক্তিকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিস।