বিনোদন

বিয়ে করলেন সোনাক্ষী-জাহির

বিয়ে করলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। কথা মতোই ২৩ জুন, রবিবার সইসাবুদ করে চার হাত এক হল তাঁদের। বিয়ে উপলক্ষ্যে সাদা পোশাক পরেছিলেন দুজনেই। প্রকাশ্যে এল তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরুর প্রথম ছবি। এদিন মেয়ের পাশে সারাক্ষণ হাসিমুখে দেখা গেল বাবা শত্রুঘ্ন সিনহাকে।