হঠাৎ শুভেন্দু অধিকারীর হাত ধরে শনিবার হাজরায় ডিএ-র আন্দোলনকারীদের মঞ্চে হাজির হলেন সোনালি গুহ৷ মমতার বাড়ির অদূরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষও করতে শোনা গেল সোনালিকে৷ এ দিন হরিশ মুখার্জী স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন সরকারি কর্মচারীরা৷ মিছিল শেষে সভার আয়োজন করা হয়৷ নামে অরাজনৈতিক হলেও সেই সভায় হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু বক্তব্য রাখার সময়ই সোনালি গুহর কথা উল্লেখ করেন৷ বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই মমতাকে নিশানা করেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক৷ সোনালি গুহ বলেন, ‘এই মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন, যদি কেন্দ্রের হারে ডিএ না দেওয়া হয়, তাহলে বামফ্রন্টের থাকার দরকার নেই৷ তাহলে দিদি আপনিও কেন্দ্রের হারে দিয়ে দিন, না হলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান৷’ প্রাক্তন তৃণমূল বিধায়ক এও বলেন, ‘দিদি আপনিই স্লোগান দিযেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না৷ আর এখন দিদি তুমি খাবে আর তোমার ভাইপো খাবে, তা হবে না, তা হবে না৷’ এ দিন সোনালিও স্পষ্ট করে দেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি ওই মঞ্চে এসেছেন৷