জেলা

সোনারপুরে গুলি কান্ডে গ্রেফতার ৫

সোনারপুরে চলল গুলি। তাও সোনারপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে এসে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। আকস্মিক এরকম ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর থানা সংলগ্ন এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত গোপাল হালদার সহ মোট পাঁচ জনকে ঘাসিয়াড়া মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম দীপক দেবনাথ, জয়দেব দাস, মনোরঞ্জন দাস, দীপ মণ্ডল। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ রুজু করা হয়েছে। ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।