কালীপুজোর রাত পেরোতেই নক্ষত্র পতন। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ। প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি বলেছেন, যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তাঁর প্রয়াণে বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন।