জেলা

ইস্তফা প্রত্যাহার করে নিলেন সৌমিত্র খাঁ

ইস্তফা প্রত্যাহার করলেন সৌমিত্র খাঁ। আজ দুপুরে সৌমিত্র খাঁ ফেসবুক পোস্ট করে জানান তিনি যুব মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। পাশাপাশি তিনি অবশ্য জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই থাকছেন। ফেসবুক লাইভেও আসেন সৌমিত্র খাঁ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেযন ফেসবুক লাইফে। আবার অন্যদিকে দিলীপ ঘোষকেও নিশানায় নিয়েছিলেন। দলের নেতৃত্বে সম্পর্কে নানান রকম মন্তব্য করেছিলেন ফেসবুক লাইফে সৌমিত্র খাঁ। রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন সৌমিত্র খাঁ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে সৌমিত্র খাঁ মন্ত্রিত্বের আশায় ছিলেন। তাই তিনি ইস্তফা দিচ্ছেন। আজ রাত ৮টা ৪৩ মিনিট নাগাদ দ্বিতীয়বার তিনি ফেসবুক পোস্ট করেন এবং ইস্তফা প্রত্যাহারের কথা জানান। তিনি ফেসবুক পোস্ট লিখেন ইস্তফা দেওয়ার কথা তিনি লিখেছিলেন কথা তিনি ফিরিয়ে নিচ্ছেন। তিনি ইস্তফা দেবেন না। কারণ তিনি বিএল সন্তোষের বার্তা পেয়েছেন। বিএল সন্তোষ তাঁকে যুব মোর্চার রাজ্য সভাপতি পদে থাকতে বলেছেন বলে জানা গেছে। সৌমিত্র কে পুরোপুরি পদত্যাগ করার ভাবনা ছেড়ে দিতে বলেছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে কথা রাখলেন সৌমিত্র খাঁ। তিনি আপাতত পদত্যাগ করছেন না। 

https://www.facebook.com/saumitrakhanOfficial/photos/a.2403438973042811/4093421067377918/