কলকাতা

বাংলার নয়া ব্রান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের নতুন ব্রান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু ঘোষণা করা-ই নয়, বিজিবিএস-এর মঞ্চে সঙ্গে সঙ্গে সৌরভের হাতে, নিজের হাতে লেখা নিয়োগপত্রও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বলেন, “ডোন্ট সে নো, অলওয়েজ সে ইয়েস। উই মাস্ট বি পজিটিভ। উই মাস্ট বি কনস্ট্রাকটিভ।” মঞ্চে এদিন মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন রাজ্য কোনও ব্রান্ড অ্যাম্বাসাডর ছিলেন না ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বিষয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রথম ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল অভিনেতা তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ৷ এবার সৌরভকে এই পদের জন্য বেছে নিলেন মমতা ৷ তবে, শাহরুখ এখনও রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসাডর পদে থাকছেন কি না, সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷