স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তাঁর শিল্প প্রকল্প ঘোষণাকে নিয়ে যাবতীয় সমালোচনার কড়া জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সফরসঙ্গী হয়ে সৌরভ ঘোষণা করেছিলেন, ”পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি। বাংলায় আমি লগ্নি করছি। আপনারাও আসুন। হতাশ হবেন না।’ একই কথা জানিয়ে টুইটও করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। সেই সৌরভ এবার ‘শিল্পপতি’। বাংলাতেই ইস্পাত কারখানা তৈরি করছেন তিনি। আর সেই ঘোষণার পরই শোরগোল পড়ে যায় বাংলায়। সৌরভকে কটাক্ষ করতে শুরু করেন বিরোধী শিবির। বাংলার ছেলে বাংলায় কারখানা গড়ার ঘোষণা করলেন কিনা স্পেনে গিয়ে। বিরোধীদের অনেকেই একে পাবলিসিটি স্টান্ট বলেও আক্রমণ করেছিলেন। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনও বিধায়ক, কাউন্সিলর, সাংসদ বা মন্ত্রী নই। আমি একজন ব্যক্তি। তাই আমি যেখানে খুশি যাব। এখানে কার কী বলার থাকতে পারে? এসব নিয়ে তিনি কাউকে জবাব দিতে বাধ্য নন। সারা পৃথিবীতেই লোকে লোকের সঙ্গে দেখা করে। তাদের ভাবনা বিনিময় করে। এটাই স্বাভাবিক। শুধুমাত্র এখানেই দেখি এটা নিয়ে এত কথা হয়। এই অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম আর কলকাতায় হলে কলকাতা থেকে ঘোষণা করতাম। পাশাপাশি তাঁর মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়া নিয়েও প্রশ্নের জবাবে এদিন সৌরভ স্পষ্ট করেছেন, রাজনীতি যোগদানের কোনও পরিকল্পনা তাঁর নেই। অন্যদিকে, এদিনই শহরে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথ্যাইয়্যা মুরলিধরনের বায়োপিকের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের এই প্রাক্তন অধিনায়ক নিজের বায়োপিক নিয়েও মুখ খোলেন। তাঁর চরিত্রে আয়ুষ্মান খুরানার অভিনয় প্রসঙ্গে তিনি জানান, আমার বায়োপিকে কে অভিনয় করবেন তা এখনও ফাইনাল হয়নি। তবে শুনেছি আয়ুষ্মান খুরানার নাম ভাবা হচ্ছে। আমি ছিলাম না তাই কথা হয়নি। এবার কথা বলব।