কলকাতা

মহারাজের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত

বৃষ্টি শেঠ, কলকাতা: এবার করোনার থাবা বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। শহরে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক। কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে মহারাজের বাড়িতেও করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি। তবে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এই মুহূর্তে বেহালার বাড়িতে নেই। তাঁর বাপের বাড়িতে রয়েছেন। তবুও পরিবারের সদস্যের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা পরিবারেই। বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় করোনার প্রকোপ রাজ্যে আসতেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে বেলুড় মঠ এবং ইস্কনের মন্দিরেও সাহায্য করেছিলেন। সকলকে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। আর এখন তাঁর নিজের পরিবারের মধ্যে করোনার থাবা। স্বভাবতই আতঙ্ক গ্রাস করেছে গোটা পরিবারকে।