শীঘ্রই একশোরও বেশি ট্রেন চালানোর কথা ঘোষণা করতে পারে ভারতীয় রেল । দেশজুড়ে মঙ্গলবার থেকে আনলক ৪.০ শুরু হয়ে গিয়েছে । পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে উত্সবের মরশুম । এর জেরে রেল প্রায় আরও ১০০টি ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে । কেবল গৃহ মন্ত্রালয়ের অনুমতি পাওয়ার অপেক্ষা । সূত্রের খবর অনুযায়ী, রেল রেলওয়ে জিরো বেসড টাইম টেবল জারি করলে এখন যে ট্রেন চলাচল করছে তার সময়ে কোনও বদল করা হবে না । দশহারা ও দীপাবলির কথা মাথায় রেখে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেন চলাচল শুরু করা হবে । এর পাশাপাশি রাজ্যের মধ্যেও বেশ কয়েকটি ট্রেন চালু করা হবে । এই সমস্ত ট্রেন স্পেশ্যাল ট্রেন হিসেবে চালানো হবে । এই ১০০টি ট্রেন ইন্টারস্টেট ও ইন্ট্রাস্টেট চলবে ।


