বিজেপির মেগা মিছিলে থাকবেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকেই এব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছিল। সোমবার প্রকাশ্যেই বৈশাখী জানিয়ে দেন যে বিজেপির বাইক ব়্যালিতে তিনি অংশগ্রহণ করবেন না। এরপরই জানা যায়, একই পথে হেঁটে মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও।এমনিতেই কর্মব্যস্ত দিনে যানজটের ভয়ে বিজেপিকে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দেন, ব়্যালি হবেই। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায়ও বেঁকে বসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। জানা গিয়েছে, শোভনের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপির রাজ্য নেতৃত্ব। দিল্লি থেকেও ফোন করে বোঝানো হচ্ছে। তবে রোড শোয়ে যোগ না দেওয়ার সিদ্ধান্তে তিনি অনড়।শোভন-বৈশাখীকে তো রাজনীতিতে সক্রিয় ভাবে দেখাই যায়নি উল্টে অরবিন্দ মেনন, জয়প্রকাশ মজুমদারদের অনেক সময় নষ্ট হয়েছে তাঁদের মানভঞ্জন করতে। কিন্তু সোমবার কি সব চেষ্টার অবসান হয়ে গেল? ভেঙে গেল শোভন-বৈশাখীকে নিয়ে বিজেপির ধৈর্যের বাঁধ? বিজেপি রাজ্য দফতরে শোভনবাবুর নামে যে ঘর বরাদ্দ ছিল সেই ঘরের দরজা থেকে খুলে ফেলা হল তাঁর নেম প্লেট। তালা মেরে দেওয়া হল দরজায়।