বিজ্ঞান-প্রযুক্তি

ফিরছেন সুনীতারা, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছল মাস্কের মহাকাশযান

উৎকণ্ঠার প্রহর গুনছে পৃথিবীবাসী। অবশেষে সুনীতা উইলিয়ামসদের ঘরে ফেরার পালা। তাঁদের ফেরাতে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের Crew-10 মহাকাশযান। ২৪ ঘণ্টা ধরে যাত্রা করার পর ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৯টা বেজে ৪০ মিনিটে চার মহাকাশচারীকে নিয়ে এই মহাকাশযান নোঙর বেঁধেছে স্পেস স্টেশনে। এ বার সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে।