রবিবার বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২৪ এর শিরোপা জিতেছে স্পেন। এই জয়ের ফলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হলো স্প্যানিশরা। চারবার মহাদেশের সেরা হওয়ার কীর্তি নেই ইউরোপের আর কোনো দলেরই।প্রায় এক মাস ধরে চলা ইউরোপের ২৪ টি শীর্ষ দেশের মধ্যে লড়াইয়ের পরে রবিবার (১৪ জুলাই) শেষ হয়েছে ইউরো ২০২৪ এর আসর। এক্ষণ জেনে নেওয়ার পালা ইউরো ২০২৪ সালের পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা এবং কারা কোন পুরস্কার পেয়েছেন-
ইউরোর (UEFA Euro 2024) গোল্ডেন বুট বিজয়ী
ইউরো ২০২৪ এর আসরে ছয় দেশের ছয়জন ফুটবলার সম-সংখ্যক গোল করায় ছয়জন খেলোয়াড়ের মধ্যে ইউরো ২০২৪ এর গোল্ডেন বুট (EURO 2024 Golden Boot) ভাগ করে দেওয়া হবে। ছয়জন খেলোয়াড়ের প্রত্যেকে তিনটি করে গোল করেছেন। তাঁরা হল কোডি গাকপো (নেদারল্যান্ডস), হ্যারি কেন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি), ইভান শ্রানজ (স্লোভাকিয়া) এবং জর্জেস মিকুটাদজে (জর্জিয়া)।
ইউরো ২০২৪ (UEFA Euro 2024) কোন দল কত প্রাইজমানি পেল ফাইনালেঃ-
স্পেন: ২৮.২৫ মিলিয়ন ইউরো (€28.25 Million)
ইংল্যান্ড: ২৪.২৫ মিলিয়ন ইউরো (€24.25 Million)