কলকাতা

পৌরনিগমের কর্মীদের জন্য চালু বিশেষ বাস পরিষেবা

কলকাতাঃ আজ থেকে কলকাতা পৌরনিগমের কর্মীদের জন্য চালু করা হল বিশেষ বাস পরিষেবা । কলকাতার বাইরে ৮টি জায়গা থেকে ১১ টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । আজ পৌরনিগমের তরফে দেওয়া এই বাসগুলিতেই কর্মীরা দপ্তরে পৌঁছায় । কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, কলকাতার বাইরে যেসব কর্মীরা থাকেন তাঁদের জন্যই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে । কলকাতার বাইরে মোট আটটি রুট- ডায়মন্ড হারবার, বারুইপুর, জোকা, গার্ডেনরিচ, বারাসত, ব্যারাকপুর, কল্যাণী ও ব্যাণ্ডেলে এই বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে । সব মিলিয়ে এই রুটগুলিতে মোট ১১ টি বাস চলাচল করবে । আজ সকাল ৮ টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট জায়গাগুলি থেকে পৌর কর্মচারীদের নিয়ে আসা হয় । বিকেল ৫ টার সময় আবার পৌর কর্মচারীদের এই বিশেষ বাসগুলিতে করে নির্দিষ্ট আটটি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ।