জেলা

আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলার জন্য চলবে বিশেষ ট্রেন

 গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ণার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে চলেছে পূর্ব রেল। এই উপলক্ষে চালানো হবে ১২টি ইএমইউ লোকাল ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ট্রেনগুলি চলবে। ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়াবে না। যাত্রাপথে অল্প কয়েকটি স্টেশনেই দাঁড়াবে বলে পূর্ব রেল জানিয়েছে। যে সমস্ত স্টেশনে এই ট্রেনগুলি দাঁড়াবে সেগুলি হল বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ। এছাড়াও নিয়মিত চলাচল করা তিনটি লোকাল ট্রেনের যাত্রাপথও এই উপলক্ষে বাড়ানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘গঙ্গাসাগর যাওয়ার জন্য যাত্রীদের যে ভিড় হয়, সেই ভিড়ের দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশেষ এই ১২টি ট্রেনের তিনটি ছাড়বে শিয়ালদা সাউথ থেকে, দু’‌টি ছাড়বে কলকাতা স্টেশন থেকে, পাঁচটি ছাড়বে নামখানা থেকে এবং লক্ষীকান্তপুর ও কাকদ্বীপ  স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়বে।