উৎসব মরশুমে যাত্রীদের খুশির খবর শোনাল রেল। ছট পুজো ও দীপাবলি উপলক্ষে চালানো হবে সাত হাজার বিশেষ ট্রেন। তাতে অতিরিক্ত ২ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, পশ্চিম রেলের মুম্বই, সুরাত, আমেদাবাদ, ভদোদরা সহ একাধিক স্টেশনের মধ্যে ট্রেনগুলি চলবে। একইভাবে বিশেষ ট্রেন চালাবে নর্দান রেলওয়েও। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ছটপুজো ও দীপাবলির সময় অতিরিক্ত ভিড় সামলা দিতে সবমিলিয়ে সাত হাজারের বেশি বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।