দেশ

দিল্লিতে ৬ বছরের শিশুকে ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার

বর্ষশেষের রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল দিল্লি। আবারও ফিরল রাজধানীর সেই হাড়হিম করা স্মৃতি। ছুটির রবিবারে নাতিকে স্কুটিতে চাপিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি থেকে বের হয়েছিলেন দাদু। কে জানত, রাস্তার তাঁদের জন্য কোন চরম পরিণতি অপেক্ষা করে রয়েছে। স্কুটি চালাতে চালাতেই ডাম্পারের হঠাৎ ধাক্কা। স্কুটি থেকে ছিটকে পড়ে গেলেন বৃদ্ধ। আর তাঁর ৬ বছরের নাতিকে ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার। মারা গেলেন দু’জনেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কানপুর-সাগর হাইওয়ে এনএইচ ৮৬ দিয়ে স্কুটার চালিয়ে বাজারে যাচ্ছিলেন বছর সাতষট্টির উদিত নারায়ণ চৌনসোরিয়া। সঙ্গে ছিল তাঁর ৬ বছরের নাতি সাত্ত্বিক। পথে হঠাৎই দুর্ঘটনা। বাজারে পৌঁছনোর ঠিক আগেই উদিতদের স্কুটারকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি ডাম্পার। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে যান উদিত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু এর পরেও থামেননি ডাম্পার চালক। উদিতের স্কুটারটি ডাম্পারের নীচে আটকে থাকা অবস্থাতেই এগিয়ে চলে ডাম্পার। সেই স্কুটারে আটকে পড়েছিল ৬ বছরের সাত্ত্বিক। প্রায় ২ কিলোমিটার তাঁকে ওইভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটির চালক।