দেশ

ফের ভূমিকম্পে কেপে উঠল গুজরাত, কম্পন আফগানিস্তানেও

ফের গুজরাতে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ৪.৩ রিখটার স্কেল।  অনুভূত হয় রবিবার সাড়ে তিনটে নাগাদ। কম্পনের খবর দিতে গিয়ে ন্যাশনাল সেন্টার সিসমোলজির তরফ থেকে বলা হয়েছে, রবিবার, ২৬.০২.২৩, বেলা ৩টে ২০ মিনিটে গুজরাতে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল রাজকোট থেকে উত্তর-উত্তর পশ্চিমে, ২৪.৬১ অক্ষাংশ এবং ৬৯.৯৬ দ্রাঘিমাংশ, মাটির ১০ কিলোমিটার নিচে। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে এই গুজরাতে তিনবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা তেমন না হলেও চারবার গুজরাতের মাটি কেঁপে ওঠায় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। একই দিনে কম্পনের খবর এসেছে আফগানিস্তান থেকেও। কম্পন অনুভূত হয় ফৈজাবাদে। কম্পনের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেল। কম্পন অনুভূত হয় দুপুর সওয়া ২টো নাগাদ। আফগানিস্তানের ক্ষেত্রে জানা গিয়েছে, রবিবার ২টো ১৪ মিনিট ৫২সেকেন্ডে ফৈজাবাদ কেঁপে ওঠে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ৩৮.১০ দ্রাঘিমাংশ এবং ৭৩.৩৯ অক্ষাংশ, মাটি থেকে ৩৮০ কিলোমিটার নীচে। আফগানিস্তানেও কম্পনে কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর নেই। গুজরাতের মতো আফগানিস্তানেও গত বৃহস্পতিবার কম্পন অনুভূত হয়।