দেশ

দিল্লিতে বাইকার গ্যাংয়ের গান পয়েন্টে সর্বস্বান্ত স্পাইস জেট পাইলট

বাইকার গ্যাংয়ের পাল্লায় পড়ে সব খোয়ালেন স্পাইস জেটের পাইলট। তাঁকে গান পয়েন্টে রেখে সবকিছু নিয়ে গেল ডাকাতের দল। বুধবার কাকভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আইআইটি দিল্লি ফ্লাইওভারের কাছে। আক্রান্ত স্পাইস জেট পাইলটের নাম যুবরাজ সিং টিউয়াটিয়া। গাড়ি থামিয়ে লুট করার পর পাইলটের উপরে হামলাও চালায় বাইকার গ্যাং। এনিয়ে দিল্লি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। ওই পাইলট স্পাইস জেটের মারুতি সুজুকি চেপে ফরিদাবাদের বাড়ি থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। রাত একটা নাগাদ ওই বাইকার গ্যাঙের কবলে পড়েন তিনি। রাস্তা আটকে গাড়ি চালককে থামতে বাধ্য করা হয়। বাইকার গ্যাংয়ের মধ্য থেকে ২ জন গাড়ির কাচ ভেঙে পাইলটের দিকে বন্দুক তাক করে। একজন ছুরি ধরে তাঁর উরুতে। মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা নেওয়ার পর ছুরি দিয়ে উরুকে রক্তাক্ত করে। এই প্রসহ্গে দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আর্য জানান, ইতিমধ্যেই কিষাণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পাইলট। এখন অকুস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা চলছে। শুরু হয়েছে তল্লাশি।