দেশ

পুলিশকে চড় মেরে গ্রেফতার স্পাইসজেটের মহিলা কর্মী, পালটা যৌন হেনস্তার অভিযোগ সংস্থার

এবার রাজস্থানের বিমানবন্দরে স্পাইসজেটের এক মহিলা কর্মীর বিরুদ্ধে পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছে বিমান সংস্থা। তাদের তরফে দাবি করা হয়েছে, ওই পুলিশকর্মীই অভব্য আচরণ করেছিলেন মহিলার সঙ্গে।  জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটের সময় অনুরাধা রানি নামের ওই স্পাইসজেট কর্মী বিমানবন্দরের ভিতরে ঢুকছিলেন। তখন তাঁকে আটকানো হয়। পুলিশের দাবি, মহিলার কাছে বৈধ এন্ট্রি পাস ছিল না। তাঁকে সিকিউরিটি চেকের জন্য একটি লাইনে দাঁড়াতে বলা হয়। কিন্তু সেখানে কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না বলে দাবি অনুরাধার। এর পরই শুরু হয় বচসা। তখনই আচমকা অভিযুক্ত কর্মী এগিয়ে গিয়ে ওই পুলিশকর্মীকে চড় মারেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অনুরাধা রানিকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে স্পাইসজেটের (SpiceJet) তরফে দাবি করা হয়েছে, বৈধ এন্ট্রি পাসই ছিল তাঁর কাছে। বরং ওই পুলিশকর্মীই অভব্য আচরণ করেছেন। এমনকী তিনি নাকি অনুরাধাকে কাজের সময় শেষ হলে তাঁর বাড়িতে আসতেও বলেন। এর পরই ওই স্পাইসজেট কর্মী তাঁকে চড় মারেন বলে দাবি সংস্থার। সেই সঙ্গে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে দ্রুত আইনি পদক্ষেপ করেছে তারাও। স্থানীয় থানায় যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশকর্মীর বিরুদ্ধে। সেই সঙ্গে স্পাইসজেট জানাচ্ছে, ‘আমরা আমাদের কর্মীর পাশে রয়েছি। এবং তাঁকে পূর্ণ সমর্থন করার বিষয়ে দায়বদ্ধ।’