দেশ

দিল্লি বিমানবন্দরে খুঁটিতে জোরাল ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল স্পাইসজেটের বিমান

বড় দুর্ঘটনা এড়াল স্পাইসজেটের বিমান। বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন বিমানযাত্রীরাও। বিপত্তি ঘটেছিল ডানা মেলার আগেই। ওড়ার আগের মুহূর্তে রানওয়েতে পিছতে গিয়ে বিমানবন্দরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বিমানটি। ধাক্কার অভিঘাতে বিদ্যুতের খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয় বিমানটিরও। এর পর, স্পাইসজেটেরই অন্য বিমানে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেন যাত্রীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্পাইসজেটের এসজি-১৬০ উড়ানটির দিল্লি থেকে কাশ্মীরে যাওয়ার কথা ছিল। ওড়ার আগে পিছতে গেলে বিমানের ডান দিকের ডানাটির সঙ্গে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগে। তাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।