দেশ

স্পাইসজেটে বারবার যান্ত্রিক গোলযোগ, ৫০ শতাংশ উড়ান নিয়ে পরিষেবা চালু রাখার নির্দেশ 

বার বার দুর্ঘটনার কবলে পড়ায় স্পাইসজেটের পরিষেবা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল৷ এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৫০ শতাংশ উড়ান নিয়ে স্পাইসজেট সংস্থাকে পরিষেবা চালু রাখার নির্দেশ দিল৷ বুধবার মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, আগামী আট সপ্তাহ পর্যন্ত স্পাইসজেটকে ৫০ শতাংশ উড়ান নিয়ে যাত্রী পরিষেবা দিতে হবে৷ পরিষেবার মানোন্নয়নে এবং নজরদারির ক্ষেত্রে এই সময়কে স্পাইসজেট কাজে লাগাতে পারবে বলে আশাবাদী মন্ত্রক৷ ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, স্পাইসজেট যখন যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট এবং তার ফিনান্সিয়াল রিসোর্স কাজে লাগিয়ে তাদের সার্ভিস মসৃণ করে তুলতে পারবে তখনই তা বাড়ানো নির্দেশ দেওয়া যেতে পারে। যদিও সরকারের এই সিদ্ধান্তে স্পাইসজেটের যাত্রী পরিষেবা ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে৷ তবে যাত্রীদের আশ্বস্ত করে উড়ান সংস্থাটি জানিয়েছে, এর প্রভাব তাদের পরিষেবায় পড়বে না৷ বাতিল হবে না কোনও উড়ানও৷  অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই নির্দেশিকাকে স্পাইসজেটের উপর শাস্তির খাঁড়া বলেই মনে করছে একাংশ৷