খেলা

 Asia Cup 2022: পাকিস্তানকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

 এশিয়া কাপ ফাইনালে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা। রবিবাসরীয় ব্লকব্লাস্টারে দাসুন অ্যান্ড কোং বাবর আজমের পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে জিতল এশিয়ার সেরা দলের খেতাব। এই নিয়ে ছ’বার এশিয়া সেরার মুকুট উঠল দ্বীপরাষ্ট্রের দলের মাথায়। ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালের পর ফের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পুরো টুর্নামেন্টেই দুরন্ত ক্রিকেট খেলে ফাইনালে মুখোমুখি হয়েছিল এশিয়ার দুই শক্তিশালী ক্রিকেটীয় দেশ। এদিন টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। পাক পেসারদের দাপটে শ্রীলঙ্কা এদিন শুরুতেই বিরাট চাপে পড়ে গিয়েছিল। ৯ ওভারের মধ্যে মাত্র ৫৮ রানে ৫ উইকেট চলে যায় দ্বীপরাষ্ট্রের দলের। পাঁচে নেমে ভানুকা রাজাপক্ষ ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার হয়ে সম্মানজনক স্কোর করেন। ৬টি চার ও ৩টি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজান রাজাপক্ষ। শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ তুলে নেন তিন উইকেট। নাসিম শাহ, শাহদাব খান ও ইফতিখার আহমেদ পান একটি করে উইকেট। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে পাকিস্তান ২২ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে ক্যাপ্টেন বাবর ৬ বলে ৫ রান করে ফিরে যান। তিনে নামা ফখর জামন ফেরেন খালি হাতেই। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার রিজওয়ান নিজের উইকেট ধরে রাখেন। চারে নামা ইফতিখার আহমেদ রিজওয়ানের হাত শক্ত করতে আসেন। কিন্তু ৪৯ বলে ৫৫ রানে রিজওয়ান ফেরার পর, পাকিস্তানকে আর কোনও ভাবেই ম্যাচে ফিরতে দেননি শ্রীলঙ্কার বোলাররা। প্রমোদ মধুশন তুলে নেন একাই চার উইকেট। ওয়ানিন্দু হাসরঙ্গার ঝুলিতে আসে তিন উইকেট। মহেশ থিকশানা একটি ও চামিকা করুণারত্নে নেন দুই উইকেট।