দেশ

নিলামে উঠতে চলেছে প্রধানমন্ত্রীর পাওয়া ১ হাজার ২০০ উপহার সামগ্রী

নিলামে উঠতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় ১২০০ টি উপহার সামগ্রী ৷ বিভিন্ন সময়ে নামী ব্যক্তিত্ব, সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্বের থেকে এই উপহারগুলি পেয়েছেন তিনি ৷ আগামী ১৭ সেপ্টেম্বর অনলাইনে এই নিলাম প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ নিলাম প্রক্রিয়া চলবে ২ অক্টোবর পর্যন্ত ৷ ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর জেনেরাল অদ্বৈত গডানায়েক জানিয়েছেন, নিলামে ওঠা এই উপহারগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি, হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল ৷ বর্তমানে এই উপহারগুলি ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে রাখা রয়েছে৷ রয়েছে বক্সিং গ্লাভস, জ্যাভলিন, টি-শার্ট ৷ এই উপহারগুলির মূল্য ১০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ৷ তালিকায় রয়েছে বিভিন্ন তৈলচিত্র, ভাস্কর্য, হস্তশিল্প সামগ্রী ৷ রয়েছে অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির ও কাশী-বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকাও ৷ নিলাম থেকে পাওয়া অর্থ নমামী গঙ্গা প্রকল্পে খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷