বিদেশ

অগ্নিগর্ভ পাকিস্তান! শ্রীলঙ্কার নাগরিককে নৃশংস ভাবে গণপিটুনি দিয়ে খুন করে দেহ পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

উত্তপ্ত পাকিস্তানের শিয়ালকোট। শ্রীলঙ্কার এক নাগরিককে গণপিটুনি দিয়ে খুন ও এরপর তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিড়ের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঘটনায় আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান । উত্তেজিত জনতার অভিযোগ, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি পাকিস্তানের মৌলবাদী সংগঠন ‘তহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ তথা টিএলপির একটি পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। দাবি, ওই পোস্টারে কোরানের কিছু অংশ লেখা ছিল। দু’জন কর্মী তাঁকে পোস্টারটি ছিঁড়তে দেখেছিলেন। এরপরই ক্রমে বিষয়টি রটে গেলে জনরোষের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই ওই ম্যানেজারের উপরে চড়াও হয় ক্রুদ্ধ জনতা। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একদল লোক স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। পরে ওই ব্যক্তিকে খুন করে পুড়িয়ে দেয় তারা। ইমরান খান টুইটারে লেখেন, ”শিয়ালকোটে শ্রীলঙ্কার ম্যানেজারকে পুড়িয়ে মারার ভয়াবহ ঘটনাটি পাকিস্তানের কাছে এক লজ্জার দিন। আমি তদন্তের বিষয়ে খোঁজ নিচ্ছি। যারা যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনত কঠোর শাস্তি দেওয়া হবে। গ্রেপ্তারি শুরু হয়েছে।”