দেশ

মুম্বইয়ের বান্দ্রায় কালীপুজোয় বাড়ি ফিরতে গিয়ে প্ল্যাটফর্মে পদপিষ্ট হয়ে আহত ৯

রবিবারের ঘুম জড়ানো সকাল। ৬টাও বাজেনি তখনও। তার মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড! ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্মে পদপিষ্ট হয়ে আহত হলেন কমপক্ষে ৯ জন! ট্রেনে অসম্ভব ভিড় থাকার কারণেই এই দুর্ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাসে ১ নম্বর প্ল্যাটফর্মে সকাল ৫:৫৬টায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, সকাল সকাল 22921 বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসে ওঠার সময় ব্যাপক ভিড় ছিল। হুড়োহুড়িতে পায়ের তলায় চাপা পড়ে যান অনেকেই। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক জানিয়েছেন, সমস্ত আহত ব্যক্তিদের দ্রুত ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির ছুটির মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের নামও প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন- শাবির আব্দুল রেহমান (৪০), পরমেশ্বর সুখদার গুপ্ত (২৮), রবীন্দ্র হরিহর চুমা (৩০), রামসেবক রবীন্দ্র প্রসাদ প্রজাপতি (২৯), সঞ্জয় তিলকরাম কাঙ্গে (২৭), দিব্যাংশু যোগেন্দ্র যাদব (১৮), মো. শরীফ শেখ (২৫), ইন্দ্রজিথ সাহানি (১৯) এবং নূর মোহাম্মদ শেখ (১৮)। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।