দেশ

উত্তরপ্রদেশে হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে ১০৭জন

উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১০৭জনের মৃত্যু। সৎসঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ভক্তরা। সেখান থেকে বেঁচে ফিরতে পারলেন না অনেকেই। ভোলেবাবার সৎসঙ্গে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কে এই ভোলেবাবা?  নারায়ণ শঙ্কর হরি নামে ডাকা হয় তাঁকে। বেশিরভাগ সময়ই তাঁকে সাদা ড্রেসেই দেখা যায়। প্রায় ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে তিনি উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা দফতরের চাকরি ছেড়ে ধর্মীয় গুরু হয়ে যান। এরপর তিনি ভক্তদের প্রবচন দিতে শুরু করেন। প্রচন্ড গরমের মধ্য়ে চলছিল এই সৎসঙ্গ অনুষ্ঠান। সেই সময় তাঁবুর ভেতরে একেবারে গলদঘর্ম অবস্থা। সেই সময় সৎসঙ্গ শেষ হওয়ার পরেই হুড়মুড় করে বেরোতে যান ভক্তরা। আর তখনই পদপিষ্টের ঘটনা। অন্তত ১০৭জনের মৃত্যুর খবর মিলেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ অন্যান্যরা।