জেলা

পদপিষ্টের পরিস্থিতি আসানসোল স্টেশনে

প্রয়াগরাজ যাওয়ার জন্য ফের পদপিষ্ট পরিস্থিতি ৷ নয়াদিল্লির পরের দিন একই পরিস্থিতি প্রত্যক্ষ করল আসানসোল স্টেশন ৷ হুড়মুড়িয়ে লোক ছুটছে ৷ দড়ি দিয়ে ব্যারিকেড করেও ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেল পুলিশ ৷ রবিবার সন্ধেয় এমনই ছবি ধরা পড়ল আসানসোল স্টেশনে ৷ প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য রেলযাত্রীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায় এদিন । যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত । রবিবার সন্ধ্যায় আসানসোল মুম্বই মেল ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে এই বিশৃঙ্খলা লক্ষ্য করা যায় । যাত্রীদের ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করানোর জন্য ব্যারিকেড তৈরি করে আরপিএফ মোতায়েন করা হয়েছিল । মহাকুম্ভের উদ্দেশ্যে যাওয়ার যাত্রীদের জন্য আসানসোল স্টেশনের বাইর বসার ব্যবস্থাও করা হয়েছিল । কিন্তু যে মুহূর্তে আসানসোল-মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন ছাড়ার ঘোষণা করা হয়, ওমনি যাত্রীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয় । ব্যারিকেড, দড়ি সরিয়ে যাত্রীরা এগোতে শুরু করে । শুরু হয় ধাক্কাধাক্কি । বেশ কয়েকজনকে পড়েও যেতে দেখা যায় । বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত । তবে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ রেলের তরফে জানানো হয়েছে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সব যাত্রীরা ট্রেনে চেপে ৭টা ৪০ নাগাদ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ।