সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বড় ধাক্কা খেয়েছে বিজেপি। বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচনী বন্ড। এবার থেকে রাজনৈতিক দলগুলিতে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া যাবে না আর। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে লোকসভা ভোটের আগেই চরম বিপাকে পড়েছে রাজনৈতিক দলগুলি। তবে সুুপ্রিম কোর্ট কিন্তু বন্ড বাতিল করেই থামেনি, রাজনৈতিক দলগুলির অস্বস্তি বাড়িয়ে এখনও অবধি নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দলের তহবিলে কত টাকা জমা পড়েছে, তাও জানতে চাওয়া হয়েছিল। যেহেতু স্টেট ব্যাংক অব ইন্ডিয়া-র এই বন্ড বিলি করার একমাত্র অধিকার ছিল, তাই এসবিআই-কেই এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমা পার করে গেলেও, সেই তথ্য প্রকাশ করতে পারল না স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।