জেলা

যাঁরা যোগ্য ও দক্ষ তাঁদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই: মুখ্যমন্ত্রী

তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকালই মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দাবি করেছিলেন, তৃণমূল ঐক্যবদ্ধই রয়েছে৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশাসনিক ক্ষেত্রে তিনি অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে৷ কারও ষাট বছর বয়স হয়ে গেলেই যে তিনি ব্রাত্য নন, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি এও বলেন,  যাঁরা যোগ্য ও দক্ষ তাঁদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই৷ বিদায় দিই না৷ ৬০ বছর হলেও তাঁদের সারাজী​বনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোই৷ সোমবার গঙ্গাসাগরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন একদিকে মুখ্যসচিব বিপি গোপালিকা, সদ্য অবসরপ্রাপ্ত এইচ কে দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায় ও নতুন ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গঙ্গাসাগর পৌঁছন মুখ্যমন্ত্রী৷ তাঁদের মধ্যে দু’জন এখন উপদেষ্টা৷ ওঁদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাচ্ছি৷ এদিন সব মিলিয়ে ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷ যার মধ্যে রয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গাসেতু৷ এছাড়াও নামখানা সেতু–সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন গঙ্গাসাগর পৌঁছে কপিলমুনির আশ্রমে পুজো দেন৷ পুরোহিতদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান৷ এরপর যান ভারত সেবাশ্রম সংঘে৷ সেখানেও স্বামীজিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা যায় তাঁকে৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার কুম্ভমেলাকে সাহায্য করলেও গঙ্গাসাগরকে কোনও সাহায্য করে না৷ জাতীয় মেলার স্বীকৃতিও দেয়নি৷ রাজ্য সরকারই সমস্ত ব্যবস্থা করে এখানে৷ পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প, এয়ার অ্যাম্বুল্যান্স, ১০ হাজার শৌচাগার, ৮ কোটি টাকা ব্যয়ে আলোকসজ্জা, লট ৮, কচুবেড়িয়াতে আমাদের মন্ত্রীরা ও প্রশাসন দায়িত্ব সামলান৷