ক্রাইম

বড় ধাক্কা খেল গুজরাত সরকার! ১১ জন ধর্ষককে ফেরত যেতে হবে জেলে, নির্দেশে সুপ্রিম কোর্টের

বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে গুজরাত সরকার। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল তারা, সোমবার তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ওই ১১ জন অপরাধীকেই আবার ফেরত যেতে হবে জেলে। তবে মামলার শুনানি চলবে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে স্বস্তিতে বিলকিসের পরিবার। সোমবার সুপ্রিম কোর্ট গুজরাট হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে। ফের জেলে ফিরতে হবে তাদের। এদিকে ওই সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গণধর্ষণ বিলকিসের পরিবারের সাতজনকে হত্যা করার অভিযোগ উঠেছিল। ২০০২ সালের দাঙ্গার সময় ওই ঘটনা হয়েছিল। তবে সুপ্রিম রায়ে খুশি বিলকিসের পরিবার।