কলকাতা

পুরভোট নিয়ে আগামীকাল মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ে আগামীকাল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, প্রতিটি বুথে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে। সেই সঙ্গে সব প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলা হবে।রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাব মেনে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার কলকাতার ১৪৪টি ও হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা। হাওড়া থেকে বালি বাদ যাওয়ায় ১৬টি ওয়ার্ড কমে গিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুক্রবারই কলকাতা ও হাওড়া জেলার নির্বাচন আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার। ওই বৈঠকে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ভোটগ্রহণের বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, অনলাইনে মনোনয়ন দাখিল করার বিষয়টি নিয়েও কথা হয়।হাতে যেহেতু সময় কম, তাই এবারেও যমজ শহরের ভোট ইভিএমেই নেওয়া হবে। ইতিমধ্যেই ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা নির্বাচন কমিশনের আধিকারিকদের।