কলকাতা

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্রসচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার

পঞ্চায়েত ভোটে জেলায় কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা-সহ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পাশাপাশি জেলাশাসকদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে তা ঠিক করার দায়িত্বও জেলাশাসকদের কাঁধে ছাড়া হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারেও সেই সংখ্যক বাহিনী মোতায়েন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাতে হবে। হাইকোর্টের ওই নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেলেই অতিরিক্ত ৮০০ কোম্পানি আধা সেনা চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অমিত শাহের মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠি পাঠানোর পরেই কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার।