কলকাতা

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়াছে রাজ্য সরকার

নিম্নচাপের জেরে অতিবর্ষণ এবং ডিভিসি জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শারদ উৎসবের প্রাক্কালে ডিভিসি-র ছাড়া জলের তলায় বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। টানা কয়েকদিনের বন্যার জেরে অনেকটাই দাম বেড়েছে আনাজ সহ কাঁচা সবজির। রাজ্যবাসীর হেঁশেলের কথা ভেবেই এবার বাংলার বিভিন্ন জেলায় সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এই  মুহূর্তে  কলকাতা শহরে ৬২৬ টি সুফল বাংলার স্টল রয়েছেসেখানে  খোলা  বাজারের  চেয়ে  খানিকটা  সস্তা  দরে  কাঁচা আনাজ ও শাক সবজি কিনতে পাওয়া যায়। এই ধরনের সুফল বাংলার আউটলেট বিভিন্ন  জেলায়  কমপক্ষে আরও ২০০ টি রয়েছে।সেখানেও একরকম সুবিধা মেলে।