বৃহস্পতিবার সারা ভারত জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট। বৃহস্পতিবার প্রয়োজনীয় কাজে বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়, তাই পথে প্রায় দেড় হাজার সরকারি বাস পাশপাশি প্রায় চার হাজার মতো বেসরকারি বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ওইদিন সরকারি-বেসরকারি অতিরিক্ত বাস চালানোর পাশপাশি রাস্তায় পাওয়া যাবে অটো, ট্য়াক্সি, ক্য়াব। রাস্তায় বেরিয়ে যানবাহন না পেয়ে ভোগান্তি শিকার হলে রাজ্য পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে জানাতে পারেন যাত্রীরা। এর জন্য ২৬ তারিখ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম।