কলকাতা

আগামীকাল থেকে টানা ১৬ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা

দুর্গাপুজোয় টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজ, শুক্রবার অফিস হয়ে ফের তা খুলবে লক্ষ্মী পুজোর পর। তবে পুজোর নির্ধারিত ছুটি শুরু হচ্ছে সোমবার ১১ তারিখ থেকে। ছুটি শেষ হচ্ছে ২২ অক্টোবর। শনি এবং রবিবার মিলিয়ে মোট ১৬ দিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে পুজোর সময় সব দপ্তরের জরুরি বিভাগগুলি খোলা থাকবে। খোলা থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুরসভা, সেচদপ্তর এবং জরুরি প্রয়োজনের দপ্তরগুলি। খোলা থাকবে নবান্নের কন্ট্রোল রুমও। সরকারি দপ্তরে আজ শুক্রবার কাজের শেষ দিন হলেও পুরসভাগুলি শনিবার পর্যন্ত খোলা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই পুজোর সময় দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।