কলকাতা

দুর্যোগ মোকাবিলায় সতর্ক রাজ্য, আগামী ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল, নির্দেশিকা জারি করল নবান্ন

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে রাজ্যের সব দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হল। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাতিল করা হল সব ছুটি।  আজ শনিবার নবান্নের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ছুটি বাতিলের যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের কোনো ছুটি দেওয়া যাবে না। কিছুদিন আগে নবান্নের তরফে গোটা উত্‍সবের মরশুমে বাতিল করা হয়েছিল পুলিশ কর্মীদের ছুটি। আগামী ৪ অক্টোবর থেকে ১০ ই নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নিতে পারবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার নবান্নের তরফে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হল। আসলে সামনেই আসছে বড় দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় সতর্ক রাজ্য সরকার। তাই ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। যে দুর্যোগ আসতে চলেছে তার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তর ইতিমধ্যেই বৈঠক করেছে। বিভিন্ন দপ্তরের যে আধিকারিকেরা রয়েছেন তাদের যে ছুটি সেই ছুটি বাতিল করা হয়েছে। জেলাশাসকদের সাথে বৈঠক করা হয়েছে এই বিষয়ে। বিভিন্ন জায়গাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপদ এড়ানোর জন্য রাজ্য সরকার সরকারি কর্মীদের ৫ ই অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল করল।