রাজ্য চলছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচী। এবার রাজ্যে ‘পরিবর্তন’-এর ডাক দিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। সেখানে স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং ইতিহাসের কথা টেনে এনে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘স্বাধীনতার ৭৫ বছরে পরিবর্তন আসা উচিত।’’ প্রসঙ্গত, ২০২১-এ স্বাধীনতার ৭৫ বছর। রাজ্যপালের দাবি, এই মুহূর্তে গোটা দেশ এগিয়ে চলেছে। তার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে ‘পরিবর্তন’ আনার পক্ষে সওয়াল করেছেন ধনখড়। বাঙালির ঐতিহ্যের আবেগে ‘ঘা’ দিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল আসলে গেরুয়াশিবিরের কথা আরও স্পষ্ট করে তুলে ধরছেন বলে অভিযোগ তৃণমূলের। ধনকড়ের এ হেন মন্তব্যের পর রাজ্যপালের পদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ধনকড় এও বলেন “রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে । সবাই জানে কিন্তু কেউ ভয়ে বলতে পারে না । আপনাদের রাজ্যপাল বারবার বলে আসছেন সুষ্ঠু রাজনীতি হোক ।” রাজ্যপাল এও বলেন যে, “সরকারি কর্মীদের কখনওই রাজনীতি করা উচিত নয়।” কপ্টরে চাপার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, “আপনাদের এখানে আবার আসব । চায়ে পে চর্চা করব ।” উল্লেখ্য, ‘চায়ে পে চর্চা’ রাজ্য বিজেপির ঘোষিত দলীয় কর্মসূচি । রাজ্যপাল ‘চায়ে পে চর্চা’র কথা বলায়, রাজ্যের রাজনৈতিক ‘পালাবদল’-এর প্রসঙ্গ তোলায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ।