তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। ক্ষমতায় এসেই নির্বাচন কমিশনের তরফে বদলি করা পুলিশ অফিসারদের পুনর্বহাল করেছেন মুখ্যমন্ত্রী। নিজের লোকেদের যে তিনি আগেই প্রাধান্য দেবেন একথা বলাই বাহুল্য। এবার ক্ষমতায় এসে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়াতে তত্পর রাজ্য সরকার। তবে এর জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন। নবান্নের তরফে কেন্দ্রের কাছে অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। যুক্তি হিসাবেরাজ্য সরকারের তরফে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কথা উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু যেহেতু প্রশাসনের শীর্ষস্তরে দায়িত্বভার সামলাচ্ছেন, সেক্ষেত্রে তাঁকে বদল করা হলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হবে। অন্যদিকে তিনি স্বপদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। আলাপনবাবুর মেয়াদ মে মাসের শেষ পর্যন্তই। কিন্তু করোনার এই পরিস্থিতিতে কেন্দ্রের অনুমতি পেলে আরও তিন মাস কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে চাইছে রাজ্য। সেই জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে। মমতা প্রথম যখন ক্ষমতায় আসেন ঠিক প্রশাসনিক কিছু সুবিধের জন্য তথা নতুন প্রশাসনের কাজের সুবিধার্থে তত্কালীন মুখ্যসচিব সমর ঘোষের মেয়াদও বাড়ানো হয়েছিল। এবার সেই কারণেই আগামী ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বাড়াতে চাইছে রাজ্য। তবে গ্রিন সিগনাল নেবে কেন্দ্র।