পাচারের আগেই রাজ্য এসটিএফের জালে চার অস্ত্র ব্যবসায়ী। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সেই সঙ্গে আটক করা হয়েছে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়িও। ধৃতরা হল আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু সাহিদ গাজি এবং গিয়াসুদ্দিন গাজি। শুক্রবার ধৃত চারজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককেই ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। এই চার অস্ত্র ব্যবসায়ী ওই মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় হাড়োয়া-রাজারহাট রোডের জোকারবিল এলাকায় নাকা চেকিং চলাকালীন গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতরা অস্ত্র চোরাচালানের বড় কোনও চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। তল্লাশিতে একটি সেমি ব্যারেল, একটি ডবল ব্যারেল, একটি সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে ১২ বোর ও ৭.৬৫ এমএম-এর মোট ১৭ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে ওই মারুতি সুইফট ডিজায়ার গাড়ি থেকে।


