কয়েকদিন আগেই কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের সপ্তাহ ঘোরার আগেই কেরলে সেই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হল ইঁট, পাথর। মালাপ্পারুমা জেলার থিরুনাভ্যায়ার এবং তিরুরের মাঝে এক জায়গায় বন্দে ভারতের জানলার কাঁচে এসে পড়ল পাথর। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল কোচিতে গিয়ে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরুবন্ততপুরম থেকে কাসারগডের মধ্যে চলছে এই বন্দে ভারত এক্সপ্রেস।