বছরের শুরুতেই কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব। ঘুঘুমারি ও মোয়ামারিতে ২ জনের মৃত্যু। জানা গিয়েছে, ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে মৃত্যু হয় এক তরুণের। মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের জাহাঙ্গীর আলম নামে ওই তরুণের বয়স ১৯ বছর। আহত অন্তত ২০। ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এলাকায় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে কালবৈশাখী ঝড়টি। বহু গাছ ভেঙে গিয়েছে। রাস্তার উপর বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। একেবারে লণ্ডভণ্ড অবস্থা। এদিকে ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। আতঙ্কে অনেকেই ছোটাছুটি শুরু করেন। গাছ ভেঙে পড়ায় বহুজন জখম হয়েছেন। অনেকেরই টিনের চাল উড়ে গিয়েছে। এর সঙ্গেই শিলাবৃষ্টির জেরেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।