কলকাতা জেলা

রাজ্য জুড়ে কড়া লকডাউন, তৃতীয় দিনেও চলছে পুলিশি টহল, নাকা চেকিং ও ধরপাকড়

কলকাতাঃ আজ তৃতীয় দিনেও সম্পূর্ণ লকডাউনে রাজ্যজুড়ে চলছে কড়াকড়ি। কলকাতা এবং জেলাগুলিতে চলছে পুলিশি টহল। অকারণে রাস্তায় বেরোলেই চলছে ধরপাকড়। এদিন সকাল থেকে জনশূন্য কলকাতার রাস্তাঘাট। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া, প্রায় সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট ও নাকা চেকিং। রাস্তায় কাউকে দেখলেই তাঁর থেকে জানতে চাওয়া হচ্ছে কী কারণে তিনি বেরিয়েছেন। সন্তোষজনক জবাব না পেলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে সইংশ্লিষ্ট ব্যক্তিকে। পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে চলছে ধরপাকড়ও। এদিন সকাল থেকে কলকাতা ও জেলায় অনেক গাড়ি ও মোটরসাইকেল আটক করেছে পুলিশ। দক্ষিণবঙ্গের মতো জনশূন্য উত্তরবঙ্গেও। শিলিগুড়ি থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে একেবারে মালদহ পর্যন্ত কড়া লকডাউন চলছে এদিন। কড়া লকডাউনের ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে, মেদিনীপুরেরও। আজ খোলা রয়েছে ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলি