জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ সপ্তাহে ২দিনের লকডাউনের প্রথম দিনেই কড়াকড়ির ছবি উঠে এসেছে সারা রাজ্যে। আজ সকাল থেকেই কড়া লকডাউন চলছে রাজ্য জুড়ে। পুলিশি টহলের পাশাপাশি চলছে তল্লাশি। অকারণে রাস্তায় বেরলেই চলছে ধড়পাকড়। সূত্রের খবর, আজ সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত অন্তত ২৪টি কেস হয়েছে মহানগরে। আটক করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ি। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার দিক দিয়ে কলকাতায় ঢোকার প্রতিটি পয়েন্টে চলছে নাকা চেকিং। তাত্পর্যপূর্ণ হল, কলকাতার বাজারগুলিও সকাল থেকে অন্যদিনের তুলনায় অনেকটাই ফাঁকা ফাঁকা। কলকাতার মতো সুনশান পরিস্থিতি জেলা গুলিতেও। লকডাউনে সুনশান হাওড়া ব্রিজ, ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হুগলি-সহ সমস্ত জেলাতেই সকাল থেকে রাস্তায় নেমেছে বিরাট পুলিশ বাহিনী। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতেও বেশ কিছু গাড়ি আটক করেছে পুলিশ। মোটর সাইকেল অথবা সাইকেলে রাস্তায় বেরলেই পুলিশ ঘর থেকে বেরনোর কারণ জানতে চাইছে। যথাযথ কারণ না দেখাতে পারলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাসবিহারী, টালিগঞ্জ থেকে বেহালা, যাদবপুর সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় বসেছে পুলিশ পিকেট। কাশীপুর, বেলগাছিয়া অঞ্চলে যেখানে সংক্রমণ ব্যাপক সেখানেও লকডাউন কার্যকর করতে ব্যাপক বাহিনী নামিয়েছে লালবাজার। পাইকপাড়া, পূর্ব সিঁথির বিভিন্ন গলিগালাতেও পুলিশ টহল দিচ্ছে। কড়া লকডাউনের ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে, মেদিনীপুরেরও। আজ খোলা রয়েছে ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলি।